• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

আবহাওয়া

ঝড়ে বাউফলে নিহত ২, বিদ্যুৎ-বিচ্ছিন্ন দুমকি

  • ''
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২৪

পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েক শত বসতঘর। ঝরের সময় বাউফল উপজেলায় এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার পর বিভিন্ন সময়ে পটুয়াখালী জেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী।

নিহতরা হলেন নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতের কাঠি গ্রামের জহির সিকদারের ছেলে রাতুল শিকদার (১৩) এবং দাশপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের মৃত আহম্মেদ প্যাদার স্ত্রী সুফিয়া বেগম (৮৫)।

এর মধ্যে ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান সুফিয়া বেগম। আর রাতুল শিকদারের মৃত্যু বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক করে হতে পারে বলে জানিয়েছেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজী বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুমকিতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ৪০টি পয়েন্টে মেইন লাইনের ওপরে গাছ পরে থাকার খবর পাওয়া গেছে। ঝড়ের পড়ে বিদ্যুৎ কর্মীরা সব জনবল নিয়ে মাঠে নেমে কাজ শুরু করেছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে তা বলা যাচ্ছে না।

ঝড়ের পর পরই বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মাহমুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads